মোঃ মাসুদ পারভেজ,বাগেরহাট জেলা প্রতিনিধিঃ- আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সমাগত, ইতিমধ্যে নড়েচড়ে বসেছে বিভিন্ন প্রার্থীরা। ফেস্টুন ব্যানার শোভা পাচ্ছে হাট বাজারের মোড়ে মোড়ে। চায়ের দোকান থেকে শুরু করে সর্বত্রই এখন অলোচনার কেন্দ্র বিন্দু ইউনিয়ন পরিষদ নির্বাচন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আনন্দ বিরাজ করছে প্রতিটি পাড়া মহল্লায়।
বাগেরহাটের মোংলা উপজেলার ৫ নং সুন্দরবন ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী হিসেবে ছাত্রলীগ থেকে উঠে আসা তরুন ছাত্র নেতা মেহেদি হাসান সজিব খাঁন তার ওয়ার্ডের বিভিন্ন এলাকার সকল স্তরের মানুষের সাথে আলোচনা ও মতবিনিময় সভা করছেন।
মঙ্গলবার (০২ ফেব্রুয়ারী) আছরের নামাজের পর কাটাখালী চায়না মার্কেট এলাকার বিভিন্ন স্তরের মানুষের সাথে তিনি নির্বাচন নিয়ে মতবিনিময় ও আলোচনা করেন। প্রতিটি এলাকার মানুষ ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃিবৃন্দ ও বীর মুক্তিযোদ্ধা এবং সাধারণ জনগন সজিবকে খাঁন কে নির্বাচন করতে আগ্রহী প্রকাশ করেন। গরীব ও অসহায় মানুষের পাশে দারাতে সকলেই একমত হয়ে এলাকাবাসী অনুরোধ করেন।