রুমা আক্তার
প্রকৃতির খুব কাছে,
শহর থেকে একটু দূরে,
নেই কোন কোলাহল,
আছে শুধু পাখির কলরব।
মনটা আনন্দে নেচে ওঠে,
কাটতো যদি দিন এমনি করে,
কতটা সময় ফসলের মাঠে,
আবার শাপলার বিলে।
নৌকো ভাসিয়ে,
মাছ ধরার ঐ ছিপটা ফেলে,
অপেক্ষায় বসে থাকা,
হঠাৎ ঝমঝম বৃষ্টি।
হিজল গাছের তলায়,
লুকিয়ে নিজে কে,
ভিজতে যেন না হয়,
বৃষ্টির ঐ শীতল জলে।
অঝরে পরছে বারি,
হিজল পাতা কি রুখতে পারে,
ভিজেই গেলাম আরএকটু ভিজি,
মা নয় আজ বকবে খানিকটা।
যখন গা কাপিয়ে আসবে জ্বর,
মা বুকে জরিয়ে রাখবে অনেকটা,
মায়ের গায়ের সেই মিষ্টি গন্ধে,
ভালো লাগব অনেক অনেক টা।
জানি কিছু ই আর হবে নাকো,
মিছে মিছে ছক আঁকা,
একটু পরেই ফিরতে হবে,
জীবনের তাগিদে কর্মস্হানে।
বেলা যে পরে এলো
খনিকের আনন্দ টা শেষ হলো।