মোহাইমেনুল আলম, জেলা প্রতিনিধি, শেরপুর: আর বাল্যবিবাহ পড়াবেনা বলে শেরপুর জেলার,ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করছেন ভুয়া কাজী আব্দুল বাসেত।
ভুয়া বাসেত ঝিনাইগাতীর সুরিহারা গ্রামের বাসিন্দা। তার এই মাইকিং এ এলাকাবাসীর ভিতর চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
জানা যায়, গত ১ দিন ধরেই ইজিবাইকে করে উপজেলার প্রতিটি ইউনিয়নে মাইকিং করে ভুয়া বাছেত তার অপকর্ম শিকার করছেন।
২০১৮ সালের বাল্যবিবাহ পড়ানোর দায়ে ১ মাসের সাজাও পেতে হয়েছিল তাকে। কিন্তু জেল হতে ছড়া পেয়েই কিছুদিন পর হতেই তার সেই কর্মে সে লিপ্ত হয়ে পড়ে।
সেই ধারাবাহিকতায় কিছুদিন আগে বাল্যবিবাহ দিতে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার তাড়া খেয়ে পালিয়ে গেলেও পরে সে নিজের তার ভুল বুঝতে পেরে ২ মাস পর UNO এর কাছে এসে ক্ষমা চেয়ে ১০০ টাকার স্ট্যাম্পে আর এ অপকর্ম করবে না বলে সাক্ষর ও করেন এবং সবার সামনে আর এ কাজ করবে না বলে অঙ্গিকার করে ক্ষমা প্রার্থনাও করে। সেইসাথে UNO এর নির্দেশে মাইকিংও করেছেন বাসেত।
তার এই মাইকিং এর মাধ্যমে এলাকাবাসী সচেতন হবে বলে আশা করেন মো: রুবেল মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ঝিনাইগাতী,শেরপুর।