ডেস্ক রিপোর্টঃ ঢাকা নবাবগঞ্জ যন্ত্রাইল ইউনিয়নে হরিষকুল নিবাসী শ্রী মনিন্ড সরকার এর নামে ৭ই জুলাই ২০১৪ সালে ২০০০০ টাকা কিস্তি নিয়েছে বলে ব্যাংক কর্মকর্তা জানান।
সে কথা শুনে আজ রবিবার দুপুর ১২ টায় প্রবাসী শ্রী মনিন্ড সরকারের স্ত্রী সানু সরকার আমার বাড়ী আমার খামার প্রকল্প নবাবগঞ্জ উপজেলায় গিয়ে পৌঁছান। ব্যাংক কর্মকর্তাদের সাথে কথা বলে তাঁরা বলেন, আপনারা কোন ঋণ নেন নি, এই ঘটনাটি তাদের এক কর্মকর্তা ঘটিয়েছেন।
তিনি আরো জানান, আপনারা ছাড়া তাপস সরকার নামে এক ব্যাক্তি সে-ও এই ঘটনার শিকার। তখন, তাদেরকে ৭ দিনের সময় চেয়েছে বলে জানিয়েছেন।