আমার প্রতিবাদ
মুহাম্মদ জহিরুল ইসলাম
তাওহীদ হলো দ্বীনের মৌলিক ভিত্তি,
আসমানী সেই বিমল বাণী এনেছেন যিনি,
তিনি হলেন আমার সেই পেয়ারা নবী।
যদি না করো,
মুখে স্বীকার, কর্মে রুপায়ণ আর অন্তরে দৃঢ় বিশ্বাস,
তবে কলুষিত আর ভগ্ন হ্নদয়ে দিওনা কাউকে ভালোবাসার আশ্বাস।
কারণ,যাকে ভালোবাসা হয় তার প্রতি শ্রদ্ধাশীল ও ভক্তি না থাকলে ভালোবাসাও অর্থহীন হয়।
তিনি ভালোবাসেন আমায়,
আমার ভালোবাসাও যেন কপটতা না হয়।
ভালোবাসি যাকে যদি ব্যঙ্গ করা হয় তাকে,
যদি না করি প্রতিবাদ;নিশ্চয়ই ভালোবাসার জায়গায় ঘৃণা স্থান করে লয়।
মূর্খ-জাহিল এই পৃথিবীর বুকে আছে পাদচারণ।
আমার নবীকে নিয়ে,
যুগে যুগে ব্যঙ্গ-বিদ্রুপ আর কটুক্তি করেছে উচ্চারণ।
ওরে পাপাসক্ত পাপিষ্ঠ;ওরে গবেট;ওরে আহাম্মক!
আমার নবীর শানে যদি বেআদবীপূর্ণ উক্তি প্রয়োগ করা হয়,
আমি সভ্য-সংযমী মুসলিম এ দহন যন্ত্রণায় শান্ত থাকার নই।
উমরের সেই হুংকার, বদরের তিনশো তেরর চেতনা,
হ্নদয়ে যে বেজে উঠবে আবার।
সর্বশ্রোতা,সর্বজ্ঞাতা যে তিনি,
তোকে ধ্বংস করতে আমি আজ অগ্রগামী।
আমি নই স্বার্থপর সুযোগ-সন্ধানী কোনো মুসলিম,
নই মুনাফিক বেদ্বীন, নই কোনো মিথ্যা ভালোবাসার ফকরবাজ কোনো মুসলিম।
আমি নই উগ্রপন্থী কোনো জিহাদী যুবক,
ঐক্য ও সংহতিতে যে হানে আঘাত, আমি বলি তুই সন্ত্রাসী তুই আহাম্মক।
আমি সুস্থির, আমি নবীর ভালোবাসায় মগ্ন এক মুসলিম।
আমি বিশ্বাসী, আমি নই শান্তি বিনষ্টকারী,নই আমি কোনো ঘোর বিভ্রান্তিতে থাকা কোনো উন্মাদ!
নির্মিত করো যদি কার্টুন, ব্যঙ্গচিত্র আর কলঙ্কিত ফিল্ম,
হায়! হায়!তুই ধর্মহীন কলুষিত এক নাস্তিক।
আল্লাহু আকবার!বলে দাবানলের আঘাত হানবে এই মুসলিম।
ব্যক্তি স্বার্থে কোনো জিহাদ নয়;জিহাদ, যুদ্ধ আর সন্ত্রাস এক নয়।
জীবনভর ষাটষট্টিটি যুদ্ধে প্রাণদন্ড দিলেন মাত্র দুজনকে।
যুদ্ধবন্দী আর যুদ্ধাহত যত অভয় দিয়ে মনের ত্রাস দূর করলেন তত।
সভ্য সমাজের মানুষ হয়ে, সন্ত্রাস বলিস তুই আমার নবীকে!!
ওরে নরাধম;ওরে পাপিষ্ঠ পাপাত্মা;তুই যে শয়তানের দোসর।
আমি নই ধর্মান্ধ,নই বিকৃত মস্তিষ্কের কোনো মুসলিম,
আল্লাহু আকবার!বলে বিধ্বংস আর অচল করব তোদের আসর,আমি এই মুসলিম।
আমি নই অমুসলিম বিদ্বেষী, নই কোনো ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা মুসলিম,
আমি নই কথিত মাথা-কলম বিকিত সমৃদ্ধি লাভে ব্যস্ত,
আমি যে সীমানাহীন বিশ্বজনীন এক মুসলিম।
রাজনৈতিক স্বার্থে,সুনাম কিংবা প্রসিদ্ধির বিনিময়ে,
করো যদি ব্যঙ্গ,কাটাক্ষ কিংবা কটুক্তি আমার নবীকে নিয়ে,
আমি থাকবো না নিরুত্তর, তুই হস মুসলিম কিংবা অমুসলিম,
আল্লাহু আকবার!বলে নিপাত করব তোকে আমি এই মুসলিম।
আমি নই কুসংস্কারাচ্ছন্ন, নই কোনো ভ্রম স্বপ্নচারীতে বিভোর মগ্ন।
আমি যে নবীর প্রেমে মগ্ন এক মুসলিম,
তাই,ডাকছি তোমায় আজ বিশ্বের মুসলিম,
আমার নবীকে যদি দেয় গালি কিংবা কটুক্তিতে আঘাত,
তুমি মুসলিম তোমাকেই দিতে হবে এর সমুচিত জবাব,
নয়তো তবে মুসলিম তুমি,নিশ্চিত জেনে রাখ কাল কিয়ামতে তোমাকেই দিতে হবে এর কৈফিয়ত।
আমি নই শঙ্কিত কিংবা আতংকিত,
আমি যে নবীর ভালোবাসায় ধৈর্যশীল এক মুসলিম।
আমার কাছে আছে কোরআন দাতার বাণী অমলিন,
“বিদ্রুপকারীদের জন্য আমিই আপনার পক্ষে যথেষ্ট ”
“যে আপনার শত্রু,সেই তো লেজকাটা নির্বংশ”
ভালোবাসি আমি প্রাণের চেয়েও বেশি,
আমি নই নিরস্ত্র, আমার যে আছে ভালোবাসার অস্ত্র,
নেই যে এর চেয়ে বড় কোনো শক্তি,
দেখিয়ে দাও মুসলিম! আমার কাছে আছে সেই লুকানো অস্ত্র,
বিজয়দাতা মহান বলেছেন তিনি এর বিনিময়েই ফিরে পাবে হারানো শ্রেষ্ঠত্ব।
আমি যে এক মুসলিম।