আমাদের প্রত্যেককে বঙ্গবন্ধুর আদর্শ ও দেশপ্রেম থেকে শিক্ষা নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

২১

সিদ্ধার্থ সূতার,নাজিরপুর,ফিরোজপুরঃ শনিবার (২১ নভেম্বর) বিকালে পিরোজপুরের নাজিরপুর উপজেলা সদরের সিরাজুল হক সরকারি বালক বিদ্যালয়ের ছয়তলা বিশিষ্ট ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে,প্রধান অতিথির বক্তব্যে মাননীয় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে আমাদের সকলকে এক হয়ে কাজ করতে হবে, দেশের উন্নয়নকে গতিশীল রাখতে হবে। বঙ্গবন্ধু বাঙ্গালী জাতিকে একটি শিক্ষিত ও আদর্শ জাতি হিসাবে বিশ্বের কাছে তুলে ধরতে চেয়েছিলেন। আমাদের প্রত্যেককে তার আদর্শ ও দেশপ্রেম থেকে শিক্ষা নিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থার দ্রুত উন্নতি হচ্ছে। তিনি দেশের শিক্ষা ব্যবস্থাকে ডিজিটালাইজড করেছেন। শিক্ষা প্রতিষ্ঠানে উন্নত কম্পিউটার ল্যাব ও যোগ্য শিক্ষক নিয়োগ দেয়া হচ্ছে।

বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ ওবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক চৌধুরী রওশন ইসলাম, মহিলা আ’লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক রোজিনা নাছরিন, জেলা শিক্ষা প্রকৌশলী প্রতিভা সরকার, সিরাজুল হক সরকারি বালক মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আতিকুল ইসলাম, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মো. মোশারেফ হোসেন খান, জেলা যুবলীগ সভাপতি মো. আক্তারুজ্জামান ফুলু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহমি মো. সায়েফ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান রঞ্জু প্রমুখ সহ উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের প্রধানগন।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.