আজ বৃহস্পতিবার দেশের অধিকাংশ ম্যাসেঞ্জার ব্যবহার কারিদের পব্লেম দেখা দিচ্ছে।
তবে কারো কারো ম্যাসেঞ্জারে পব্লেম নেই, তাদের দাবি অাপত্তিকর ছবি শেয়ারকারি দের ম্যাসেঞ্জারে পব্লেম হচ্ছে। তবে এ বিষয়ে কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি।
অশা করা যায় খুব শ্রীঘ্রই এ সমস্যার সমাধান হবে।