সাইফুল ইসলাম ইমরান,বরিশাল সদরঃ আজ ঐতিহাসিক ২রা ডিসেম্বর, পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরের ২৩ বছর।
পার্বত্য শান্তি চুক্তি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের উপজাতি পাহাড়ীদের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষ বন্ধ এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সম্পাদিত একটি চুক্তি।
পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের প্রতিনিধি জনসংহতি সমিতির সঙ্গে বাংলাদেশ সরকার ১৯৯৭ সালের ২ ডিসেম্বর এই চুক্তি স্বাক্ষর করেছিল। এদিন মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা’র উপস্থিতিতে এতে স্বাক্ষর করেন বাংলাদেশ সরকারের পক্ষে দক্ষিণ বাংলার রাজনৈতিক অভিভাবক আবুল হাসানাত আবদুল্লাহ্ এমপি এবং শান্তি বাহিনীর পক্ষে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতা জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)। এরপর ধীরে ধীরে আদিবাসী-বাঙ্গালী সংঘর্ষ হ্রাস পায়।