আজ আপনার জন্ম হলে পাশ্চাত্য মতে আপনি ধনু রাশির জাতক জাতিকা। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: বৃহস্পতি ও শুক্র। ২৪ তারিখে জন্ম হবার কারণে আপনার উপর শুক্রর প্রভাব প্রবল। আপনার শুভ সংখ্যা: ৬, ১৫, ২৪। শুভ বর্ণ: হলুদ ও সাদা। শুভ বার ও গ্রহ: বৃহস্পতি ও শুক্র। শুভ রত্ন: পোখরাজ ও হীরা। আজ আপনার জন্য শুভ রং: সাদা ও হলুদ বর্ণ সৌভাগ্য বয়ে আনতে পারে। সকল শুভ কাজের জন্য যে সময় উত্তম: সকাল:৬:৩০-৭:২৫, ৮:০৭-১১:৪০, রাত: ৫:১৬-৮:৫৩, ৯:৪৭-১২:২৭ এর মধ্যে। চন্দ্রের অবস্থান: আজ চন্দ্র কুম্ভ রাশিতে, দুপর: ১২:২৫ থেকে মীন রাশিতে অবস্থান করবে। ১০মী তিথি রাত: ৪:৫৭ পর্যন্ত পরে ১১শী তিথি চলবে। আজকের দিনের পরিত্যাজ্য খাদ্য: রাত: ০৪:৫৭ পর্যন্ত শিম পরে কলমিশাক খাওয়া নিষেধ।
বৃষ রাশি (২১ এপ্রিল – ২০ মে): বৃষ রাশির জাতক জাতিকার কর্মস্থলে রহস্যজনক কোনো ঘটনার সূত্রপাত হতে পারে। পদস্ত কর্মকর্তার সাথে চলতে থাকা বিরোধের জেড়ে আপনা কর্মহানী বা বদলীর আশঙ্কা থাকছে। দুপুরের পর ব্যবসা বাণিজ্যে আয় রোজগার বৃদ্ধি পাবে। বকেয়া কোনো বিল আদায়ে অগ্রগতি আশা করতে পারেন। আর্থিক ক্ষেত্রে আয়ের নতুন নতুন সুযোগ আসবে।
মেষ রাশি (২১ মার্চ – ২০ এপ্রিল): মেষ রাশির জাতক জাতিকার আয় রোজগারের ক্ষেত্রে অগ্রগতি হবে। ঠিকাদারী ব্যবসায় বকেয়া বিল আদায় হবে। চাকরীজীবীদের বেতন আদায়ের যোগ। বড় ভাই বোনের সাথে পারিবারিক বিষয় সম্পত্তি নিয়ে ভুল বুঝাবুঝি দেখা দিতে পারে। দুপুর থেকে আপনার দূরের যাত্রার যোগ প্রবল। ব্যবসায়ীক কারনে বা জীবীকার প্রয়োজনে বিদেশ যেতে পারবেন।
মিথুন রাশি (২১ মে – ২০ জুন): মিথুন রাশির জাতক জাতিকার অতিন্দ্রীয় বিষয়ের প্রতি আপনার বরাবরের মতো আগ্রহ অব্যাহত থাকবে। কোনো অতীন্দ্রীয় প্রতারকের কবলে পরে কিছু অর্থ গচ্ছা যাবে। দুপুরের পর কর্ম জীবনে প্রভাবশালী ব্যক্তির সাহায্য পাবেন। সাঙ্গঠনিক ও সামাজিক রাজণৈতিক কাজে রাজনৈতিক ব্যক্তিদের পূর্ণ সমর্থন লাভের যোগ।
সিংহ রাশি (২১জুলাই- ২১ আগষ্ট): সিংহ রাশির জাতক জাতিকারা দাম্পত্য জটিলতা কাটিয়ে উঠবেন। জীবন সাথীর ভুল বোঝাবুঝি মানসিক ভাবে আপনাকে ক্ষত বিক্ষত করবে। দুপুর থেকে ঋণ সংক্রান্ত কোনো বিষয়ে ঝামেলায় থাকতে পারেন। ব্যাংক ঋণ এর কিস্তি বিষয়ে চাপ বৃদ্ধি পাবে। শেয়ার ব্যবসায়ীরা লাভের চেয়ে লোকশান করতে পারেন বেশি।
কর্কট রাশি (২১ জুন – ২০ জুলাই): কর্কট রাশির জাতক জাতিকার দিনটি ঋণ বা ধার সংক্রান্ত জটিলতা অবশানের। রাস্তাঘাটে সাবধানে চলা ফেরা করতে হবে। চিকিৎসা শাস্ত্রের সাথে জড়িতদের আয় রোজগারের যোগ। শেয়ার ব্যবসায় অপ্রত্যাশিত লাভ বা ক্ষতি হতে পারে। দুপুরথেকে ভাগ্যের সুনজরে পড়তে পারেন। আপনার নেওয়া ব্যবসায়ীক ঝুঁকি আপনাকে লাভবান করবে। কোনো সম্পদের লোকশান আপনার জন্য শাপেবর হতে পারে। আধ্যাত্মীক কাজে সাফল্য লাভ।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২১ অক্টোবর): তুলা রাশির জাতক জাতিকার দিনটি সৃজনশীল কাজের জন্য বলবান। রোমান্টিক সম্পর্কে তৃতীয় কোনো ব্যক্তির চক্রান্তে চরম ভুল বোঝাবুঝি দেখা দেবে। শিক্ষাজীবনে রহস্যজনক ঘটনা ঘটার কারনে শিক্ষা জীবন থেমে যেতে পারে। দুপুরের পর থেকে কর্মস্থলে সহকর্মীদের সাথে তর্ক বিবাদ এড়িয়ে চলতে হবে। সরকারী আবাসন লাভের প্রচেষ্টায় দিনটি শুভ। পদস্ত কর্মকর্তার কাছে আপনার মনের ইচ্ছা প্রকাশ করতে চেষ্টা করুন।
কন্যা রাশি (২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর): কন্যা রাশির জাতক জাতিকার কর্মস্থলে সহকর্মীদের সাথে চলতে থাকা ভুল বোঝাবুঝি কাটিয়ে উঠবেন। সরকারি চাকরীজীবীদের কর্মস্থলে ব্যক্তিগত সংঘাত এড়িয়ে চলতে হবে। দুপুরের পর ব্যবসা বাণিজ্যে আশানুরুপ আয় রোজগারের সুযোগ রয়েছে। অংশিদারী কাজে নিজের ন্যায্য পাওনা পেতে চলেছেন। জীবন সাথীর সাহায্য লাভ। কোনো ভূমি স্থাবর সম্পত্তির মালিক হতে পারবেন।
বৃশ্চিক রাশি (২২ অক্টোবর – ২০ নভেম্বর): বৃশ্চিক রাশির জাতক জাতিকার পারিবারিক জীবনে রহস্যজনক ঘটনার অবতারনা হতে পারে। মাতৃকূলের কোনো আত্মীয়র চক্রান্তে ক্ষতিগ্রস্ত হতে পারেন। ভুল বোঝবুঝির কারনে গৃহ-শান্তি ব্যহত হবে। দুপুরের পর থেকে ভাগ্য সহায় হবে। সন্তানের সাফল্যে গর্বিত হবেন। শিল্পীদের কাজের সুযোগ আগের থেকে বৃদ্ধি পাবে। রোমান্টিক সম্পর্কের আহ্ববানে সাড়া দিতে পারেন।
ধনু রাশি (২১ নভেম্বর – ২০ ডিসেম্বর): ধনু রাশির জাতক জাতিকারবৈদেশিক কাজে রহস্যজনক বাধা বিপত্তি মোকাবেলা করতে হবে। ছোট ভাই বোনের সাথে ভুল বোঝাবুঝির অবশান আশা করতে পারেন। ব্যবসায়ীক যোগাযোগ বাড়াতে হবে। দুপুর থেকে প্রত্যাশিত কাজে আশার আলো দেখা যাবে। কর্মস্থলে সফল হবেন। আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের সহায়তায় গৃহ বা বাহন লাভের স্বপ্ন পূরণ হবে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ): মীনের জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। সকালের দিকে পারিবারিক ও ব্যবসায়ীক প্রয়োজনে ব্যয় বৃদ্ধি পাবে। দূরে কোথাও যেতে হতে পারে। দুপুর থেকে আপনার পরিস্থিতি অনুকূলে আসবে। আয় রোজগারের ক্ষেত্রে অগ্রগ্রতির যোগ। ব্যবসায় সাফল্য পেতে পারেন। মনের সকল কুসংস্কার দূর করে, দৈনন্দিন স্বাভাবিক কাজ করতে পারলেই সফল হতে পারবেন।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি -১৮ ফেব্রুয়ারি): কুম্ভের জাতক জাতিকার কর্মস্থলে নিজের সম্মান ও মর্যাদা বাড়বে। ব্যক্তি জীবনের সকল বৈপরিত্বকে জয় করতে পারবেন। দুপুরের পর থেকে আর্থ সামাজিক অবস্থার উন্নতি আশা করা যায়। ব্যবসা বাণিজ্যে আশানুরুপ ক্রয় বিক্রয় হওয়ার কারনে সঞ্চয়ের চিন্তা করতে পারেন। রেস্তোরা বা ফাষ্টফুডের ব্যবসা বাণিজ্যে ভালো লাভ হবে।
মকর রাশি (২১ ডিসেম্বর – ২০ জানুয়ারি): মকর রাশির জাতক জাতিকাদের বকেয়া অর্থ আদায়ের চেষ্টা সফল হতে পারে। শ্যালক শ্যালিকা বা শ্বশুর শ্বাশুড়িকে সাহায্যর প্রয়োজন হবে। সঞ্চয়ের ক্ষেত্রে বাধা বিপত্তি কাটতে শুরু করবে। দুপুর থেকে আপনার ব্যবসায়ীক যোগাযোগ বৃদ্ধি পাবে। বিদেশ থেকেও কোনো ভালো অর্ডার পেতে পারেন। অনলাইনের গার্মেন্টস ও কসমেটিকস এর ব্যবসায় আজ ভালো লাভের আশা রয়েছে। ছোট ভাই বোনের বিবাহশাদীর আয়োজন করতে পারেন।