আহম্মেদ শাকিল,স্টাফ রিপোর্টারঃ বরিশালে চরমোনাই পীর সাহেবের বিদায়ী বয়ান শেষে আখেরী মোনাজাতের মাধ্যমে, চরমোনাই দরবার শরিফে অগ্রহায়ন মাসের বার্ষিক ওয়াজ মাহফিল সোমবার শেষ হয়েছে। দেশের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক মুসুল্লী এ মাহফিলে অংশ নেন। তিন দিনের এ মাহফিলে হজরত মাওলানা মুফতি সৈয়দ মোঃ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই সহ দেশের বিশিষ্ট ওলামায়ে কেরমাগন ওয়াজ নসিহত করেন।
সোমবার ফজর নামাজ বাদ পীর ছাহেব বিদায়ী বয়ানে সমবেত সকলকে আবারো আল্লাহ ও রাসুল (সাঃ)-এর নীতি আদর্শ অনুসরনের তাগিদ দেন। পরে পীর সাহেব সমবেত মুরিদান ও মুসুল্লীয়ানদের নিয়ে মহান আল্লাহ রাব্বুল আল-আমীনের দরবারে হাত তোলেন।
পীর সাহেবের সাথে মুরিদান ও মুসুল্লীয়ানগন মহান আল্লাহ রাব্বুল আল’আমীনের দরবারে পানাহ চান। করোনা ভাইরাসের হাত থেকে রক্ষায় বিশ্ববাসীর জন্য দুআ কামনা করে পীর সাহেব সকলকে নিয়ে মহান আল্লাহর দরবারে আর্জি জানান।