মোহাইমেনুল আলম,জেলা প্রতিনিধি, শেরপুর: পৌর নির্বাচনে শেরপুর জেলার নকলা পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের মনােনীত প্রার্থী বর্তমান মেয়র হাফিজুর রহমান লিটন মনােনয়নপত্র দাখিল করেছেন । ২৯ ডিসেম্বর বিকেলে উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার তারেক আজিজের নিকট ওই মনােনয়নপত্র জমা দেন তিনি।
এসময় পৌর আওয়ামীলীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মাহবুবুল আলম সােহাগ, সাধারণ সম্পাদক মীর্জা জাহাঙ্গীর আলম বুলবুল, ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান সােজা, উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক সৈয়দ আলম মঞ্জু, উপজেলা যুবলীগের আহবায়ক
রফিকুল ইসলাম সোহেল সহ বঙ্গবন্ধু তথ্য ও গবেষণা পরিষদ নকলা শাখার সভাপতি মজিবর রহমান, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বিদ্যুৎ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বলে জানা যায়।