কবি মোঃসাইফুল ইসলাম শামীম(কৃষিবিদ)
অপররে ভাবিয়া ছোট,
নিজকে জাহিরে বড় ভাবে,
অহংকার বলে তারে,
মানব জীবনে নিকৃষ্ট অংশ জানে সবে৷
যে জন পোষে মনে অহংকার,
পরিমান যদিও সরিষার দানা,
বিশ্ব নবী মুহাম্মদ(সাঃ)বলেন,
কাল জান্নাতে প্রবেশ তার মানা৷
অহংকারে থাকে দুর্ব্যবহার,
দাম্ভিকতায় সত্যকে করে প্রত্যাখান,
অপরের কর্মকে করে হেয়,
নিজ ভুলকেই জেদে করে আদান প্রদান৷
অন্যের সাথে নম্রতা করে পরিহার,
সর্বদা ভাবনায় থাকে কঠোরতার,
নিজকে ভাবে অভাব মুক্ত নিষ্কন্ঠক,
জ্ঞানে উপদেশে নেই সরলতা৷
জ্ঞানে যখন থাকে স্বল্পতা,
বংশ ও পদমর্যাদায় অধিক অলংকার,
ধনে,প্রাচুর্যে,নিজ আমলে অতি আস্থা,
তবেই অন্তরে বাসা বাঁধে অহংকার৷
অহংকার পতনের মূল,
সর্ব লোকে জানে,
কাল যে রাজার আসনে ছিল,
অহংকারে ক্ষণিকেই ভিক্ষারি বনে৷
অহংকার অতিদ্রুত দরকার বর্জন,
নচেৎ বিফল হবে সারা জনমের অর্জন,
সেলক্ষ্যে আল্লাহর ভীতি,দান,দম্ভ ত্যাগ,
ভুল ক্ষমা চেয়ে নম্র আচরনে ক্রন্দন৷
অহংকার করো না কভু কারো সনে,
যদিও বা থাকে পাহাড় সম অর্থ,
আল্লাহর কালামেতে লেখা আছে,
পরজনম সম্পুর্ণই হবে ব্যর্থ৷