অসাধারণ ক্যাপ -সাকিব আল হাসান

৩৮

ইমরান হোসেন পিয়াল,কলাপাড়া প্রতিনিধিঃ এটা সাধারণ কোনো ক্যাপ বা টুপি না। এই ক্যাপেই জড়িয়ে রয়েছে গত দশবছরের যত কীর্তি। শত রেকর্ড ভাঙ্গা-গড়া, অসাধারণ কিছু অর্জন, লাল-সবুজের জন্য লড়ে যাওয়া গত দশটি বছরের স্মারক প্রতীক এই ক্যাপ।

আমরা সত্যিই ভাগ্যবান, অনেক বেশীই ভাগ্যবান।
কারণ আমাদের লাল-সবুজে একজন সাকিব জন্মেছে।
যার নাম, অর্জন বিশ্বক্রিকেটের বিশ্ব-লিজেন্ডের রেকর্ডের পাশে বারবার ঠাঁই করে নেয়।

একজন সাকিব এই লাল-সবুজে জন্মেছিল বলে ‘বাংলাদেশ’ নামটি ক্রিকেট ইতিহাসের পাতায় গৌরবময় স্থানে চিহ্ন রাখে।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.