চন্দন সরকার,গাজীপুরঃ বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এসোসিয়েশন শ্রীপুরের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের ট্রাস্টি ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন।
আজ শুক্রবার গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তার পিয়ার আলী কলেজ মিলনায়তনে ওই অভিষেক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের শ্রীপুর উপজেলা কমিটির সভাপতি ফরহাদ রেজা। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের ট্রাস্টি ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুরের সমন্বয়ক ইঞ্জিনিয়ার এস.আই সবুজ, গাজীপুর জেলা কমিটির আহবায়ক “মাসুদুল হক মাসুম” এবং গাজীপুর জেলা আহবায়ক কমিটির সদস্য “চন্দন সরকার বিপ্লব”, আশরাফুল হক ও মাহমুদুল সজীব সহ আরও অনেকে। এতে স্বাগত ভাষণ দেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ। আরও বক্তব্য দেন শ্রীপুর উপজেলা কমিটির সহ-সভাপতিসহ আরও অনেকে। তারা বলেন, শ্রীপুরের নতুন কমিটি আগামী এক বছরে আরও বেশি গঠনমূলক কাজ করতে চায়।