অভিনন্দন জ্ঞাপন

৩৮

অভিনন্দন জ্ঞাপন
কবি মোঃসাইফুল ইসলাম শামীম(কৃষিবিদ)

আজি শুনিলাম খুশির বার্তা,
একজাঁক দক্ষ ব্যক্তি হচ্ছে উচ্চ কর্তা৷
কাকে রেখে কাকে দেই অভিনন্দন,
সবাই তো বড্ড আপন গুরুজন৷

সবাইকে আজ শুভেচ্ছা অভিবাদন,
আজি কাঙ্খিত ইচ্ছা সবার হল পূরণ৷
বহুদিনের লালিত অভিপ্রায় সাধ,
এলো কাছে ভেঙ্গে আছে যত বাঁধ৷

মনে বইছে সীমাহীন সুখ, আহ্লাদ,আনন্দ,
যাক কেটে পরানের গত দিনের দ্বন্দ্ব৷
আজি মোরা সবাই মুছে ফেলব নয়নের জল,
জীবন চলার পথে থাকতেই পারে দুঃখ অতল৷

মুছে ফেলি জরাজীর্ণতা,গ্লানি গত দিনের,
কাঁধে কাঁধ মিলিয়ে কিঞ্চিৎ বিনিময় দেই ঋণের৷
ভুলে যাই সব হিংসা অহংকার ভেদাভেদ,
কে বড় কে ছোট ভাবনায় নাহি রাখি জেদ৷

নিষ্কন্টক নির্মল অনুগ্র মন হোক উচ্চতায়,
দেশ ও দশের সেবায় বল হোক মানসিকতায়৷
পশ্চাতে পরে থাকা অনুজ টানিয়া তুলিতে উপর,
বিন্দুমাত্র অনাগ্রহ থাকিবে না,থাকিবে না অনাদর৷

ঊষা লগ্নের উদিত রবির মত হল আজি শুরু,
মাহিন্দ্রক্ষণের এমন বেলা সুখবাদ দিল সর্বোচ্চ গুরু৷
পিতা মাতা স্ত্রী সন্তান আত্মীয় স্বজন বন্ধু বান্ধব,
সকলি খুশিতে আজি টুইটম্বর,করছে কলরব৷

অভিনন্দন অন্তর থেকে সবের প্রতি,
শারীরিক মানসিক সুস্থতা থাকুক অতি৷
সকলেই ভাল থাকুক মিলেমিশে,
প্রভুর করুণাটুকু সকলের তরে চাহি শেষে৷

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.