সাগর হাসান মুক্তার
এই জগতে কত রকম অভাব আছে জানো?
অযুত,লক্ষ, নিযুত, কোটি নাই পরিধি কোনো!
ভাতের অভাব যেমন তেমন
জাতের অভাব কিসে কম?
সময়ের অভাবে কেউ ফেলতে পারছেনা দম।
চুলের অভাব সেইতো বুঝে যার মাথায় আছে টাক,
অন্ধ বুঝে আলোর অভাব, অন্তর পুড়েঁ হয় যে খাক।
বৃষ্টির অভাবে হয় যে খরা,জল অভাবে বৃক্ষ মরা;
প্রেমের অভাব আরো বড়, যে পায়নি সে জানে,
অভাব অভাব শুধুই অভাব, অভাব যে সবখানে।
অসুখে হয় সুখের অভাব,দুঃখের অভাব নাই ভবে,
অর্থের অভাব যায় না কারো, হাজার কোটি পেলেও তবে।
রুপের অভাব থেকেই যায়, যতই যে পায়,
চিকন-মোটা,লম্বা-বেঁটে একটা না একটাই!
ধনের অভাব,জনের অভাব,কারো আবার জ্ঞানের অভাব;
সকল অভাব জগৎ জুড়ে,
শেষ হবেনা কারো থাকতে মাটির উপরে।
তোমার আমার কারোই কোন অভাব রবে নাকো!
যার যেটুকু আছে যদি তাতেই খুশি থাকো।