মেহেদী হাসান, উপজেলা প্রতিনিধি, নালিতাবাড়ীঃ শেরপুরের নালিতাবাড়ীতে চেল্লাখালী নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলা প্রশাসন।
১৯ডিসেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাহফুজ এ অভিযান পরিচালনা করে ৬টি শ্যালু চালিত ড্রেজার ধ্বংস করেন।
প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে উপজেলার পাহাড়ী নদী চেল্লাখালীর বুরুঙ্গা ও পলাশীকুড়া মৌজায় নিষিদ্ধ সীমার মধ্যে কিছু বালু ব্যবসায়ী অবৈধ ভাবে বালু উত্তোলন করছিলো।
যার কারণে শেরপুর জেলা প্রশাসনের নির্দেশে ইউএনও মাহফুজুল আলম মাসুম ঐসব স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি প্রশাসন, জড়িতরা পলাতক।