ইমরান হোসেন পিয়াল,কলাপাড়া প্রতিনিধিঃ ডাকনাম তার সাগর, সাগরের মতোই বিশাল হৃদয়ের অধিকারী । এত অবহেলা যারা করে , তাদের দুঃসময়ে ডাক পড়লেও মুখ ফিরিয়ে নেন না। ১৮ সালের এশিয়া কাপ, ইনজুরি জর্জর দল , একদিনের নোটিশে যেতে হলো আবুধাবিতে, গিয়ে খেলতে হলো প্রিয় ওপেনিং পজিশন ছেড়ে মিডল অর্ডারে । সেখানেও দিলেন নিজের সেরাটা । তবুও দলের বাইরে বহুদিন । এভাবেই বারবার অবহেলার শিকার হন সাগররা ।যার কথা বলছি তিনি আমাদের সবার প্রিয় ইমরুল কায়েস ।
টেস্টে ৭৬ ইনিংসে ৭ ফিফটি আর ৩ সেঞ্চুরি হলেও ওয়ানডেতে বেশ উজ্জ্বল তিনি । ৭৮ ওয়ানডে ম্যাচে করেছেন ৪ সেঞ্চুরি এবং ১৬ ফিফটি ,গড় ৩২ । ওয়ানডেতে যা যথেষ্ট ভালো ।
শুভ জন্মদিন অবহেলিত ইমরুল কায়েস সাগর।