মোঃ সাইদুল ইসলাম,ঢাকা উত্তরঃ নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সরকারীভাবে স্বীকৃত হলেন
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল গতকাল শুক্রবার প্রত্যয়ন করেছে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য কর্তৃপক্ষ। একই সঙ্গে রাজ্যের ৫৫ ইলেকটোরাল কলেজকে ডেমোক্র্যাটপ্রার্থী জো বাইডেনের পক্ষে ভোট দিতে নিয়োগ দিয়েছে। ক্যালিফোর্নিয়া রাজ্যের ফলাফল প্রত্যয়নের মাধ্যমে বাইডেন সরকারিভাবে বিজয়ের জন্য প্রয়োজনীয় ইলেকটোরাল কলেজ জিতে নিলেন।
নিউইয়র্ক ডেইলি নিউজের খবরে বলা হয়, ক্যালিফোর্নিয়া রাজ্যের সেক্রেটারি অব স্টেট অ্যালেক্স পাডিলা আনুষ্ঠানিকভাবে রাজ্যের নির্বাচনের ফলাফল অনুমোদন দেওয়ার পর বাইডেনকে ভোট দিতে প্রতিশ্রুতিবদ্ধ, এমন ইলেকটোরাল কলেজের সংখ্যা দাঁড়াল ২৭৯টিতে। নির্বাচনে জিততে ২৭০টি ইলেকটোরাল ভোটের প্রয়োজন।