এম,এ,এস হুমায়ুন কবির,তারাকান্দা,ময়মনসিংহঃ ময়মনসিংহের তারাকান্দায় এক শিশু অপহরনের তিনদিন পর মিলল লাশ। শুক্রবার সকালে শিশু সানজিদা আক্তারের (৭) লাশ তার বাড়ির জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
নিহতের বাবা শাজাহান আকন্দ বলেন, গত মঙ্গলবার দুপুরে বাড়ির উঠান থেকে অপহরন হয় তার মেয়ে সানজিদা। একটি চিরকুটে লিখে যাওয়া নাম্বারে তাদের সাথে যোগাযোগ করতে বলা হয়। কিন্তু নাম্বারটি বন্ধ পাওয়া যায়। বুধবার অপহরনকারীরা ফোন দিয়ে তাদের বিকাশ নাম্বারে ২০ হাজার টাকা পাঠাতে বলে। টাকা না পাঠানোয় লাশ হলো আমার মেয়ে। বুধবার থানায় সাধারন ডায়েরী করলেও পুলিশ আমার মেয়েকে উদ্ধার করতে পারেনি। সকালে জঙ্গলে লাশ পাওয়া গেল।
তারাকান্দা থানার ওসি আবুল খায়ের বলেন, নাম্বার ট্র্যাকিং করে অপহরনকারীদের সনাক্ত করার চেষ্টা করছিল পুলিশ। কিন্তু আজকে সানজিদার লাশ পাওয়া গেল। পুরো বিষয়টি পুলিশ তদন্ত করছে। আশা করছি অচিরেই অপরাধীদের গ্রেপ্তার করতে সক্ষম হবো।