অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শুরু হলো বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ

১৮

জিয়ারুল ইসলাম জিয়া,ডেস্ক রিপোর্টঃ শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম মিরপুর ঢাকায়,মিনিস্টার রাজশাহী ও জেমকন খুলনা,১.৩০ মিনিটে শুরু হচ্ছে ৩য় ম্যাচ।

মিনিস্টার রাজশাহী দল প্লেয়ার রোল বা তালিকাঃ

নাজমুল হোসেন শান্ত (ক্যাপ্টেন) মিডল অর্ডার ব্যাটসম্যান।
আনিসুল ইসলাম ইমন, ব্যাটসম্যান।
আরাফাত সানি,বোলার এবাদত হোসেন,বোলার ফরহাদ রেজা অলরাউন্ডার,ফজলে মাহমুদ অলরাউন্ডার,জাকের আলী ব্যাটসম্যান, মাহেদী হাসান টপ অর্ডার ব্যাটসম্যান,মোহাম্মদ আশরাফুল মিডল অর্ডার ব্যাটসম্যান,মোহাম্মদ সাইফুদ্দিন বোলিং অলরাউন্ডার, মুকিদুল ইসলাম বোলার,নুরুল হাসান অলরাউন্ডার,রকিবুল হাসান ব্যাটসম্যান,রেজাউর রহমান রাজা,
রনি তালুকদার ব্যাটসম্যান,সানজামুল ইসলাম বোলার।

জেমকন খুলনা প্লেয়ার রোল বা তালিকাঃ

মাহমুদউল্লাহ (ক্যাপ্টেন) অলরাউন্ডার,আল-আমিন হোসেন বোলার,আনামুল হক উইকেটকিপার ব্যাটসম্যান,আরিফুল হক অলরাউন্ডার, হাসান মাহমুদ বোলার,ইমরুল কায়েস ওপেনিং ব্যাটসম্যান,জহুরুল ইসলাম মিডল অর্ডার ব্যাটসম্যান,নাজমুল ইসলাম বোলার,রিশাদ হোসেন বোলার,সালমান হোসেন,
শফিউল ইসলাম বোলার,শহিদুল ইসলাম,শামীম হোসেন,সাকিব আল হাসান অলরাউন্ডার, শুভাগতা হোম ব্যাটিং অলরাউন্ডার,
জাকির হাসান উইকেটকিপার ও ব্যাটসম্যান।

বেক্সিমকো ঢাকা প্লেয়ার রোল বা তালিকাঃ

আবু হায়দার রনি বোলার,আকবর আলী,মেহেদী হাসান রানা বোলার, মোহাম্মদ নাইম উদ্বোধনী ব্যাটসম্যান, মুক্তার আলি অলরাউন্ডার, মুশফিকুর রহিম (অধিনায়ক) উইকেটকিপার ব্যাটসম্যান, নাসুম আহমেদ,নাঈম হাসান বোলার, পিনাক ঘোষ ওপেনিং ব্যাটসম্যান, রবিউল ইসলাম রবি, রুবেল হোসেন বোলার, সাব্বির রহমান মিডল অর্ডার ব্যাটসম্যান, শফিকুল ইসলাম, শাহাদাত হোসেন, তানজিদ হাসান ওপেনিং ব্যাটসম্যান, ইয়াসির আলী মিডল অর্ডার ব্যাটসম্যান,

গাজী গ্রুপ চট্টগ্রাম প্লেয়ার রোল বা তালিকাঃ

লিটন দাস টি উইকেটকিপার ব্যাটসম্যান(অধিনায়ক)
মাহমুদুল হাসান জয়,মেহেদী হাসান,মোহাম্মদ মিথুন টপ অর্ডার ব্যাটসম্যান, মুমিনুল হক মিডল অর্ডার ব্যাটসম্যান, মোসাদ্দেক হোসেন মিডল অর্ডার ব্যাটসম্যান, মুস্তাফিজুর রহমান বোলার, নাহিদুল ইসলাম,রাকিবুল হাসান,সঞ্জিত সাহা, শামসুর রহমান ওপেনিং ব্যাটসম্যান,শরিফুল ইসলাম, শাইকত আলী, সৌম্য সরকার মিডল অর্ডার ব্যাটসম্যান,তাইজুল ইসলাম বোলার, জিয়াউর রহমান অলরাউন্ডার।

বেক্সিমকো ঢাকা ও গাজী গ্রুপ চট্টগ্রাম
১১ অগ্রহায়ণ,২৬ নভেম্বর,
রোজ বৃহস্পতিবার,
চতুর্থ ম্যাচ ৬.৩০ মিনিটে।

খেলার আপডেট পেতে সাহসী কন্ঠের সাথে থাকুন

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.