অজ্ঞতার মুর্শিদ
কবি মোঃসাইফুল ইসলাম শামীম(কৃষিবিদ)
গাঁজা বাবা বসাইত আসর,
নিজ বাড়ির আঙ্গিনায়,
শিষ্যরা মন ভরে টানত গাঁজা,
বসে ছোট্ট এক কোঠরায়৷
গত হল গাঁজা বাবা,
বেশ কিছু দিন যায়,
তার কবর দিল সেই ছোট্ট কোঠরায়,
শিষ্যরা সব এখন বসে লালসালু জড়ায়৷
বছর বছর বসে মেলা,
শিষ্যরা সব করে খেলা,
খেলার ছলে অন্ন দোলে,
ধোঁয়ায় পুড়া তামাক পাতায়।
শত বছর পরে বলবে,
বটের তলে মুর্শিদ ঘুমায়৷
দ্বীনের কামেল ব্যর্থ হবে,
অজ্ঞতার আগ্রাসনে,
বটের মুলে বসাবে মেলা,
থাকবে না কেউ প্রতিবাদী আসনে৷
ওরে ভক্ত নবী ওয়ালা,
চোখের সামনে দেখছ খেলা,
তোমরা যদি জেগে না ওঠো,
মূর্খতায় ভরবে সমাজ,
ইসলাম হবে বেহাল,
আমরা হব আকাল।
এখনই সময় জেগে ওঠো,
ঈমান কর পাকাপোক্ত,
চারিদিকের ময়লা আবর্জনা,
কর পরিষ্কার দিয়ে হলেও রক্ত৷
কবিতাটি বার বার পড়েছি। অনেক ভালো লেগেছে বাস্তব চিত্র