রাজধানীর দোয়েল চত্বর, উত্তরা, শাহবাগ, মিরপুর রোড, সায়েন্স ল্যাব, প্রেসক্লাব এলাকায় বিভিন্ন দাবিতে বিভিন্ন সংগঠন ও শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। এতে অনেক এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। কোথাও কোথাও যানজট তীব্র হয়েছে।
আজ রোববার বেলা সোয়া ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন রাস্তার অবস্থা ছিল এমন।
সায়েন্স ল্যাব মোড়ে এইচএসসি পরীক্ষা বাতিলের দাবিতে বেলা তিনটার দিকে একদল শিক্ষার্থীকে সড়ক অবরোধ করে রাখতে দেখা যায় । উত্তরা বিএনএস সেন্টারের সামনেও এইচএসসি পরীক্ষা বাতিলের দাবিতে সড়ক অবরোধ করে রেখেছে কিছু শিক্ষার্থী। একইসময়ে নিউমার্কেটের সামনে গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রেখেছেন। তাঁরা হলে সিট পাওয়ার দাবিতে বিক্ষোভ করছেন। এ সময়ে মিরপুর সড়কে যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়।