Saturday, 21 December 2024, 08:19 PM

জবি ছাত্রলীগ নেতাকে শিক্ষার্থীদের মারধর

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের এক নেতাকে মারধরের অভিযোগ উঠেছে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে মারধরের শিকার আবদুর রহিম অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগ ইউনিটের ছাত্রলীগ সভাপতি। এ ঘটনায় জবি ছাত্রদলের সদস্য তারেক হাসানও মারধরের শিকার হন।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, সহপাঠী ওই ছাত্রদল নেতার কাছে রাখা মোটরসাইকেল নিতে ক্যাম্পাসে আসেন ছাত্রলীগ নেতা আবদুর রহিম। এ সময় কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা তাঁকে আটক করে কয়েক দফা মারধর করেন।

আবদুর রহিমের মোটরসাইকেলটি তাঁর কাছে থাকার বিষয়টি জানালে ছাত্রদল নেতা তারেককে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক নুরুন নবী থাপ্পড় দেন। তখন কয়েকজন শিক্ষার্থী তারেককে মারধর শুরু করেন। পরে ওই ছাত্রদল নেতার পরিচিত ও বিভাগের শিক্ষার্থীরা ঘটনার প্রতিবাদ জানিয়ে তাঁকে উদ্ধার করেন। ছাত্রলীগ নেতাকেও ছেড়ে দেন শিক্ষার্থীরা। পরে বিএনপিপন্থী শিক্ষকেরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।